বিনা সুদে সহজ কিস্তিতে আর কেনা যাবে না ভোগ্যবস্তু, উৎসবের

বিনা সুদে সহজ কিস্তিতে আর কেনা যাবে না ভোগ্যবস্তু, উৎসবের রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশে মাথায় হাত ক্রেতাদের

Tag:  RBI Loan
বিনা সুদে সহজ কিস্তিতে আর কেনা যাবে না ভোগ্যবস্তু, উৎসবের রিজার্ভ ব্যাঙ্কের নয়া নির্দেশে মাথায় হাত ক্রেতাদেরসহজ কিস্তিতে নতুন মডেলের ফ্রিজ, টিভি কিনতে হলে এবার আপনাকে বেগ পেতে হতে পারে। এতদিন বেশ কিছু প্রাইভেট ফিন্যান্স কোম্পানি আপনাকে বিনা সুদেই ইএমআই মেটানোর সুযোগ দিত। রিজার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশ, জিনিসপত্র কেনাকাটায় বিনা সুদে আর এই ঋণ দেওয়া যাবে না।

রিজার্ভ ব্যাঙ্কের এই নিষেধাজ্ঞায় আপনার উৎসব মরসুমের কেনাকাটার পরিকল্পনা হয়তো ভেস্তে যেতে পারে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের আরেকটি নির্দেশিকা আপনার মুখে হাসিও ফোটাতে পারে। এতদিন  ডেবিট কার্ডে কেনাকাটায় আপনাকে কখনও সখনও দু-এক শতাংশ বাড়তি টাকা গচ্চা দিতে হত। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ, এবার থেকে ডেবিট কার্ডে এই বাড়তি চার্জ কাটা যাবে না।

First Published: Wednesday, September 25, 2013, 21:34


comments powered by Disqus