Last Updated: May 2, 2012 16:57

বেঁচে থাকলে ৯২-এ পা দিতেন দীর্ঘকায়, ঋজু, রাশভারি লোকটি। তবে তাঁর ব্যারিটোন কণ্ঠে লাইট, ক্যামেরা, অ্যাকশন বলা থেমে গেছে বছর কুড়ি আগেই। তবুও আজও বাঙালি জীবনে সত্যজিৎ রায়ের উপস্থিতি দীর্ঘ ছায়ার মতন। আজ ৯১-তম জন্মদিনে তাঁকে নতুন মাধ্যমে ফিরিয়ে আনল গুপিবাঘা ডট ইনফো। তাঁর লেখা পাণ্ডুলিপি, হাতে আঁকা চরিত্রদের স্কেচ সব থাকবে এই ওয়েবসাইটে।
বিজ্ঞাপন সংস্থায় চাকরি করতে করতে লন্ডনে ইতালিয় পরিচালক ভিত্তোরিও দে সিকার `বাইসাইকেল থিভ্স` দেখে স্বাধীন ছবি তৈরির সিদ্ধান্ত নেন। সারাজীবনে চলচ্চিত্র, তথ্যচ্চিত্র মিলিয়ে ৩৭টি ছবি বানিয়েছেন তিনি। প্রথম ছবি `পথের পাঁচালী` ১১টি আন্তর্জাতিক পুরস্কার পায়। ১৯৯২-তে মারা যাওয়ার কিছুদিন আগেই বিশ্ব চলচ্চিত্রে অবদানের জন্য প্রিয় নায়িকা অড্রি হেপবার্নের হাত থেকে অস্কার নেন তিনি।
১৯৯২ এর ২৩ এপ্রিল তামাম বাঙালির গল্প সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ।
First Published: Thursday, May 3, 2012, 09:59