Last Updated: October 5, 2013 11:45

নবান্নয় নতুন ইনিংস শুরু করল রাজ্য প্রশাসন। দুপুরে নবান্নর বিভিন্ন দফতর ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। তারপর প্রেস কর্নারে গিয়ে কিছুক্ষণ গল্পগুজব করেন সাংবাদিকদের সঙ্গে। তারপর ক্যাবিনেটের বিশেষ বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে মিলিত হন।
দেখুন ভিডিওসচিবালয়ের ঠিকানা আজ থেকে গঙ্গা পেরিয়ে হাওড়ার এইচআরবিসি ভবন। পনেরোতলা এই ভবনের পোশাকি নাম নবান্ন। দুপুর পৌনে একটা নাগাদ এইচআরবিসি ভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। পুলিসি বিউগল ও শাঁখ বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। পুলিসি অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
গান স্যালুটের ব্যবস্থা থাকলেও, মুখ্যমন্ত্রী আপত্তি জানানোয় তা হয়নি। বারোটা পঞ্চাশে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। পুলিসি ব্যান্ডে বাজানো হয় জাতীয় সঙ্গীত। পনেরোতলা এই ভবনের একেবারে ওপরের তলায় বসবেন মুখ্যমন্ত্রী।
First Published: Saturday, October 5, 2013, 17:03