New Year South Kolkata campain

নববর্ষের প্রচার দক্ষিণ কলকাতায়

উত্তর কলকাতায় যখন জোরকদমে চলছে ভোট প্রচার। তখন পিছিয়ে নেই দক্ষিণ কলকাতার প্রার্থীরাও। নববর্ষের সকাল থেকেই হেভিওয়েট প্রার্থীরা নেমে পড়েন প্রচারে।

পয়লা বৈশাখেও ভোট প্রচারে খামতি নেই প্রার্থীদের। মঙ্গলবার সকালে প্রচারে বেরোলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কালিকাপুর অঞ্চলে প্রচার করেন তিনি। বাড়ি গিয়ে প্রচারের পাশাপাশি কথা বললেন ভোটারদের সঙ্গেও। নববর্ষের সকালে লেকগার্ডেন্সে প্রচার সারলেন দক্ষিণ কলকাতা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়। পায়ে হেঁটে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

মালা রায়ের সংসারের পাশাপাশি চলছে নির্বাচনী প্রচার। নববর্ষের বিশেষ দিনে স্পেশাল মেনু এবার তৈরি করতে পারেন নি।কারণ সামনেই যে ভোট। আর তার জন্যই বের হতে হচ্ছে নির্বাচনী প্রচারে। মঙ্গলবার সকাল সকাল পরিবারের মঙ্গল কামনা করেই প্রচারে বেরিয়ে পড়লেন দক্ষিণ কলকাতার কংগ্রেস প্রার্থী মালা রায়। পুজোর প্রসাদ বিতরণ করলেন দলীয় কর্মী সমর্থকদের মধ্যে।

First Published: Tuesday, April 15, 2014, 21:19


comments powered by Disqus