New Zealand lose ground but stay ahead

ধোনী ঝড়ে ১০৫ রানে থামল কিউইরা

Tag:  Dhoni newziland india
ধোনী ঝড়ে ১০৫ রানে থামল কিউইরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ড টেস্টে দুরন্ত ক্যামব্যাক ধোনী বাহিনীর। ভারতীয় বোলারদের দাপটে ১০৫ রানেই শেষ নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। তৃতীয় দিনের শুরু থেকেই সিম সহায়ক পিচে ভারতীয় বোলারদের সামনে কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়ে কিউইদের ব্যাটিং অর্ডার।

প্রথম ইনিংসে দ্বিশত রান করলেও দ্বিতীয় ইনিংয়ে ব্যার্থ অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম। শতরানকারী কেন উইলিয়ামসনও বড় রান করতে পারেননি। ভারতীয় বোলারদের সামনে নিউজিল্যান্ডের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন রস টেলর। তাঁর ব্যক্তিগত ৪১ রানের সৌজন্যেই ১০০ রানের গণ্ডি পেরোয় কিউইরা। তিন পেসারের মধ্যেমহম্মদ সামি ও ইশান্ত শর্মা তিনটি করে উইকেট নেন। জাহির খান নেন দুটি। জয়ের জন্য ভারতের প্রয়োজন ৪০৭ রান।

First Published: Saturday, February 8, 2014, 11:46


comments powered by Disqus