Last Updated: May 17, 2014 08:09

যে কোন ভোটের ফলপ্রকাশের পরদিন রাজ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে সংবাদপত্রের। আর বাংলায় সংবদাপত্রের সবচেয়ে বড় আকর্ষণ থাকে প্রথম পাতার শিরোনাম নিয়ে-- এক নজরে থাকল রাজ্যের বেশ কয়েকটি সংবাদপত্রের শিরোনাম--
এই সময়- গেরুয়া রথে সওয়ার দেশ
রাজ্যের ফলাফল নিয়ে লেখা হয়েছে- মমতা সহ বহু মন্ত্রীর কেন্দ্রে পিছিয়ে অস্বস্তি তৃণমূলে

আনন্দবাজার- মোদী একাই

বর্তমান- দেশে মোদী, রাজ্যে মমতা
সংবাদ প্রতিদিন-দেশে মোদী ঝড়, রাজ্যে মমতার

আজকাল- মোদিই সরকার,মমতা ম্যাজিক
খবর ৩৬৫ দিন-পশ্চিমবঙ্গ তৃণমূলের
গণশক্তি- বিজেপি একাই নিরঙ্কুশ
First Published: Saturday, May 17, 2014, 08:26