Last Updated: June 24, 2014 10:15

বিশ্বকাপের ইতিহাসে নজির রাখলেন ২২ বছরের ব্রাজলীয় সন্তান। ব্রাজিল বিশ্বকাপে শততম গোলের সাক্ষী হিসাবে হয়ত যোগ্য মানুষটিকে দেখতে চাইছিল বিশ্ব। আবার ফুটবলের দেশ ব্রাজিলেরও বিশ্বকাপে শততম ম্যাচ ছিল। সতেরো মিনিটের মাথায় ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ-এ-র শেষ ম্যাচে সবকিছু মিলিয়ে দিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমার। বাঁদিক থেকে করা লুই গুস্তাভোর গোলের ঠিকানা লেখা ক্রসটি এসে পড়ে নেইমারের পায়ে। নেইমারও তার সদব্যবহার করতে কোনও ভুল করেননি।
এবারের বিশ্বকাপে নজর কেড়েছে ম্যাচ প্রতি গোলের সংখ্যা। ইতিমধ্যে ৩৬ টি ম্যাচ খেলা হয়েছে। মোট ১০৮ টি গোল হয়েছে। ম্যাচ প্রতি ৩টি করে গোল অন্তত ব্রজিল বিশ্বকাপে গোলের ক্ষরা কাটিয়ে তুলতে পেরেছে। এখনও পর্যন্ত নেইমার ৪টি গোল করে সোনার বুটের দাবিদার। এরপরে রয়েছেন ডাচ খেলোয়ার রবিন ব্যান (৩টি) ও আরজেন রোবেন (৩টি)। তবে নেইমার জানিয়েছেন, বিশ্বকাপের শততম গোলটি করতে পেরে তিনি গর্বিত।
First Published: Tuesday, June 24, 2014, 11:14