Last Updated: March 11, 2012 13:08

পাকিস্তানের পেশোয়ারে একটি শেষকৃত্য অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে শিশু ও মহিলা মিলিয়ে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। আহতের সংখ্যা প্রায় ৩১। পুলিস সূত্রে খবর, রবিবার সকালে পেশোয়ারের উপকণ্ঠে বাদাবের এলাকায় একটি কবরস্থানের কাছে শেষকৃত্য অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণটি হয়।
তবে বিস্ফোরণের দায় এখনও কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বিস্ফোরণ স্থলে জোর কদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
First Published: Sunday, March 11, 2012, 13:08