কাবুলে পাঁচ তারা হোটেলে তালিবান জঙ্গি হামলায় দুই বিদেশি মহিলা সহ নিহত ৯, গুরুতর জখম ৬ জন

কাবুলে পাঁচ তারা হোটেলে তালিবান জঙ্গি হামলায় দুই বিদেশি মহিলা সহ নিহত ৯, গুরুতর জখম ৬ জন

কাবুলে পাঁচ তারা হোটেলে তালিবান জঙ্গি হামলায় দুই বিদেশি মহিলা সহ নিহত ৯, গুরুতর জখম ৬ জন কাবুলের এক হোটেলে তালিবানি হামলায় ন`জন প্রাণ হারালেন। নিহতদের মধ্যে চার জন মহিলা। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লরাইয়ে চার জন জঙ্গিও মারা গেছে।

বৃহস্পতিবার রাতে চার বন্দুকধারী তালিবান জঙ্গি কাবুলের প্রখ্যাত সেরেনা হোটেলে আক্রমণ করে। প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা যায় এই ঘটনায় তিনজন আহত হয়েছে। কিন্তু পরে জানা যায় মারা গেছেন ন`জন। নিহতদের মধ্যে দু`জন বিদেশী মহিলাও আছেন। এই আক্রমণে ছ`জন গুরুতর আহত হয়েছেন।

তালিবান জঙ্গিরা এই ঘটনার দায় স্বীকার করেছে।

সূত্রে খবর বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ চারজন জঙ্গি মোজার মধ্যে পিস্তল লুকিয়ে পাঁচ তারা হোটেলটির রেস্তোরাঁতে আসে। হঠাৎ করেই তারা এলোপাথারি গুলি চালাতে শুরু করে।

First Published: Friday, March 21, 2014, 12:22


comments powered by Disqus