Last Updated: March 13, 2014 09:54

বুধবার নিউইয়র্কে পাশাপাশি দুটি বহুতলে ভয়াবহ বিস্ফোরণে অন্ততপক্ষে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত নিঁখোজ ৯ জন। ধ্বংসাবশেষ সরিয়ে এখনও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী।
মনে করা হচ্ছে গ্যাস লিক করেই এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এই বিস্ফোরণের নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
ভয়াবহ এই বিস্ফোরণে দুটি পাঁচ তলা বিল্ডিংই ভেঙে পড়েছে। আহত হয়েছেন অন্তত ৬৩জন।
দমকল বাহিনী জানিয়েছেন বিস্ফোরণে আহত দু`জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বহুতলের কাছেই রয়েছে রেল লাইন। লাইনের উপর ধ্বংস হওয়া বহুতলের অংশ ছিটকে পড়ায় গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে বন্ধ করে দেওয়া হয়েছে রেল পরিষেবা। প্রবল বিস্ফোরণের অভিঘাতে আশপাশের বাড়ি ও দোকানের জিনিসপত্র মাটিতে পড়ে যায়। বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে বহুতলের ধ্বংসাবশেষ। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের বহু এলাকা।
First Published: Thursday, March 13, 2014, 09:54