নিরামিষ মাংস

নিরামিষ মাংস

নিরামিষ মাংসকী কী লাগবে
• মাংস • আদাবাটা • জিরেবাটা • লঙ্কা • হলুদ • নুন • চিনি • ঘি • গরমমশলা

কী কী লাগবে

• হাঁড়িতে তেল গরম করে তাতে প্রথমে আদাবাটা ও জিরেবাটা দিন।

• এরপর লঙ্কা, হলুদ, নুন, চিনি মিশিয়ে ভাল করে নাড়াচাড়া করুন।

• এবার মাংস দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন যাতে মাংসের গায়ে ভাল করে মশলা লেগে যায়।

• পরিমাণমত জল দিয়ে হাড়ির মুখ ঢাকা দিয়ে দিন।

• মাংস সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে ঘি ও গরমমশলা দিয়ে দিন।

First Published: Tuesday, October 8, 2013, 15:25


comments powered by Disqus