Last Updated: January 13, 2013 19:02

ক্ষমতার বিকেন্দ্রীকরণ নয়, একজনের হাতে সব ক্ষমতা কেন্দ্রীকরণে বিশ্বাসী রাজ্য সরকার। সেকারণেই রাজ্যে চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। হলদিয়ার সুতাহাটায় সিপিআইএম নেতা নিরুপম সেন আজ এই অভিযোগ করেন। তাঁর অভিযোগ, সরকারের স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।
রাজ্যে একের পর এক রাজনৈতিক হামলার জন্য শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন নিরুপম সেন। হলদিয়ার সুতাহাটায় তিনি বলেন, "বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। কিন্তু দেড় বছরের মধ্যেই মানুষের ক্ষোভকে ভয় পেতে শুরু করেছে তাঁরা।" সেকারণেই রাজ্যে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রাজ্য সরকারের অক্ষমতার কারণে ধ্বংসের দিকে এগোচ্ছে হলদিয়া শিল্পাঞ্চল। সিপিআইএম নেতা নিরুপম সেন আজ এই অভিযোগ করেন। সুতাহাটায় ডিওয়াইএফআই এর সম্মেলনে তিনি বলেন, বাম শাসনকালে দীর্ঘ চেষ্টায় গড়ে উঠেছিল হলদিয়া শিল্পাঞ্চল। কিন্তু রাজ্য সরকারের শিল্পনীতির কারণে, তা চরম সঙ্কটে পড়েছে বলে অভিযোগ প্রাক্তন শিল্পমন্ত্রীর।
First Published: Sunday, January 13, 2013, 19:02