Last Updated: January 8, 2014 23:57
দমদমের শ্যামনগরে প্রকাশ্যে গুলি চালনার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। আরজিকর হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন গুরুতর জখম সুরেশ মিশ্রা। পুলিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন জখম ব্যবসায়ীর পরিবার। কার্তিক নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিসি গাফিলতির অভিযোগ তুলেছে বিজেপি।
বুধবার ভর সন্ধেয় দমদম শ্যাম নগরে দুষ্কৃতীদের তাণ্ডব। প্রায় হিন্দী সিনেমার কায়দায় পায়ে হেঁটে এসে এক ব্যবসায়ীকে নিজের পাড়াতেই সকলের সামনে গুলি করে পায়ে হেঁটে চলে যায় পাঁচজন দুষ্কৃতী। ওই ব্যবসায়ীর পেটে গুলি লাগে। গোটা ঘটনায় কার্তিক নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এর আগেও একাধিক ঘটনায় এই কার্তিকের নামে পুলিসে অভিযোগ দায়ের হয়েছে। পুলিসকে দেওয়া বয়ানে কার্তিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সুরেশ মিশ্রা।
প্রকাশ্যে গুলি চালানোর ঘটনার পর দমদম শ্যামনগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে। আতঙ্কে দিন কাটাচ্ছেন সুরেশমিশ্রার পরিবারও। পুলিসের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন আহতর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
First Published: Wednesday, January 8, 2014, 23:57