Last Updated: July 1, 2014 19:57

দেশে ধর্ষণ রুখতে আবারও মহিলাদেরই দায়িত্ব নেওয়ার বার্তা এল রাজনৈতিক মহলের থেকে। গোয়ার বিজেপি সরকারে জনৈক মন্ত্রীর বক্তব্য অনুযায়ী মহিলারা বিকিনি, শর্ট স্কার্ট পরা ও পাবে যাওয়া বন্ধ করলেই রোখা যাবে ধর্ষণ। জবাবে সুদিন ধাভালিকর নামক ওই মন্ত্রীকে একটি নতুন মিনি স্কার্ট পাঠাবে বলে জানিয়েছে কংগ্রেস।
এ দিন ধাভালিকর বলেন, "অল্পবয়সী মেয়েরা ছোট স্কার্ট পরে পাবে যায়। এটা একেবারেই আমাদের সংস্কার বিরোধী। একটি সংবাদ চ্যানেল তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে বললে তিনি বলেন, বিচে তাদের নিজেদের সুরক্ষার জন্য মহিলাদের বিকিনি পরা উচিত্ নয়। কিন্তু, ব্যক্তিগত পরিসরে বিকিনি পরার আমি বিরোধী নই। পাব সংস্কৃতি ভারতীয় নয়। আমরা বিদেশি সংস্কৃতি চাই না। অল্পবয়সীরা পাবে গিয়ে মদ্যপান করেন। অনেকসময় আইন ভঙ্গ করেন। আমাদের বোন ও মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। গোয়া মন্দির ও গির্জার শহর। আমরা পাব-পর্যটন চাই না।"
First Published: Tuesday, July 1, 2014, 19:57