Last Updated: April 18, 2013 17:26

বেঙ্গালুরুতে বিজেপির সদর দফতরের সামনে বিস্ফোরণের এক দিন কেটে গেলেও এখও পর্যন্ত কোনও উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানান তদন্তের অগ্রগতি ঠিক পথেই এগোচ্ছে।
এ দিন তিনি বলেন, "এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। পুলিস বিস্ফোরণ স্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।" বিস্ফোরণের পিছনে থাকা অপরাধীদের ধরতে সরকার কোনও কসুর করবে না বলেও দেশবাসীকে আশ্বস্ত করেছেন শিন্ডে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বুধবারের বিস্ফোরণে ব্যবহৃত বাইকের মালিককে তামিলনাডু পুলিসের সাহায্যে চিহ্নিত করা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গত কয়েক মাস আগেই বেঙ্গালুরুতে এই ধরনের নাশকতার সম্পর্কে সতর্ক করেছিল। শিন্ডে বলেন, ``আমরা আগেই রাজ্য সরকারকে সতর্ক করেছিলাম। বেশ কিছু মেট্রোপলিটান শহরকে নিশানা করা হবে বলে আমাদের আছে আগেই খবর ছিল।"
তিনি আরও বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ার আগে রাজ্য প্রশাসনের তদন্ত রিপোর্টের অপেক্ষা করা উচিৎ।`` তবে গতকালের বিস্ফোরণে আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও প্রভাব পড়বে না বলেই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
First Published: Thursday, April 18, 2013, 17:26