Last Updated: November 11, 2011 18:21

ইংল্যান্ড সফর থেকে আর অশ্বিন, প্রজ্ঞান ওঝা, রাহানেদের পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হরভজন ব্রাত্য। সিনিয়র জুনিয়র কম্বিনেশনে সাফল্য পাচ্ছে ধোনি কাহিনী। নির্বাচকরাও চাইছেন না এই কম্বিনেশন ভাঙতে। নির্বাচকদের এই ভাবনা চিন্তাকে স্বাগত জানিয়েছেন দুই প্রাক্তন ভারত অধিনায়ক কপিলদের এবং সৌরভ গাঙ্গুলি। কপিলদেব জানিয়েছেন এই ধরনের প্রতিযোগিতা ভারতীয় ক্রিকেটের পক্ষে ভালো। তবে হরভজন জাতীয় দলে ফিরছেন নিজের যোগ্যতায় । সৌরভ অব্যশ একধাপ এগিয়ে বলেন একটি টেস্ট ম্যাচ খেলার পরই হরভজনের সঙ্গে অশ্বিনের তুলনা চলে না। মনে রাখা উচিত হরভজনের টেস্টে চারশোটি উইকেট। তবে অশ্বিনরা ভারতীয় ক্রিকেটে নতুন প্রতিভা। ওদের সময় দেওয়া উচিত।
First Published: Friday, November 11, 2011, 18:21