তুষারঝড়েও ছেদ পড়েনি ওয়াল স্ট্রিট আন্দোলনে, no effect of snowstorm on occupy movement

তুষারঝড়েও ছেদ পড়েনি ওয়াল স্ট্রিট আন্দোলনে

তুষারঝড়েও ছেদ পড়েনি ওয়াল স্ট্রিট আন্দোলনেসপ্তাহান্তের প্রবল তুষারঝড়ে বেহাল মার্কিন পূর্ব উপকূল। কিন্তু তাতে বিন্দুমাত্র দমে যাননি অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনকারীরা। তুষারঝড়ে নিউ ইর্য়ক নাজেহাল হলেও, জুকোটি পার্কে অবস্থান ছেড়ে একচুলও সরেননি তাঁরা। তুষারঝড়ের একদিন আগে অবস্থানস্থল থেকে জেনারেটর, জ্বালানি, কম্পিউটার এমনকি অস্থায়ী রান্নাঘরও সরিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।
চাপের মুখে অবস্থান চালিয়ে যেতে আরও বদ্ধপরিকর অকুপাই আন্দোলনকারীরা।দুদিনের তুষারঝড়ে মার্কিন পূর্ব উপকূলে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। বিদ্যুত্‍ নেই, যান ও বিমান চলাচলও ব্যাহত। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মুখে অবিচল থাকা অকুপাই ওয়াল স্ট্রিটের আন্দোলনকারীদের এই প্রত্যয় নজর টেনেছে নিডিয়ার। জুকোটি পার্কের একটা বড় অংশ তুষারে ঢেকে গেছে। তাপমাত্রাও হিমাঙ্কের নিচে। কিন্তু আন্দোলনের আঁচ তাতে এতটুকুও কমেনি। কেউ তাঁবুতে, কেউ বা স্লিপিং ব্যাগ সম্বল করে ঠাণ্ডার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে মরিয়া।

First Published: Tuesday, November 1, 2011, 16:31


comments powered by Disqus