বর্ষা এলেও দেখা নেই ইলিশের

বর্ষা এলেও দেখা নেই ইলিশের

বর্ষা এলেও দেখা নেই ইলিশের বর্ষা এসেছে ঘড়ি ধরে, কিন্তু, তার দেখা নেই। বাজার চষে ফেলেও খোঁজ মিলছে না রূপোলি শস্যের। জামাইষষ্ঠীর আগে তাই রীতিমতো চিন্তায় শাশুড়িমায়েরা।    

রাত পোহালেই জামাইষষ্ঠী। দম ফেলার ফুরসত নেই শাশুড়িদের। জামাইয়ের পাতে মনোমত ভোজের পসরা সাজিয়ে দিতে চেষ্টার খামতি রাখছেন না কেউই। ফলমূল, শাক সব্জি সামলে দেওয়া গেছে। কিন্তু, কপালে চিন্তার ভাঁজ ফেলছে ইলিশ। ষষ্ঠীর দিন আদৌ কি ইলিশ দেওয়া যাবে আদরের জামাইয়ের পাতে? কারণ, বর্ষা সময়মতো এলেও, এখনও সেভাবে দেখা মিলছে না জলের রূপোলি শস্যের। ইলিশ ধরা পড়ার জন্য চাই ইলসে গুঁড়ি বৃষ্টি। কিন্তু, তা না থাকায় মত্সজীবীদের জালে ধরা দিচ্ছে না ইলিশ। জামাইষষ্ঠীর দিনও ইলিশের দেখা মেলার নিশ্চয়তা দিতে পারছেন না এশিয়ার বৃহত্তম মাছের আড়ত ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারের আড়তদাররা।

বড় ইলিশের দেখা নেই। যেটুকু খোকা ইলিশ জালে ধরা দিচ্ছে তার দামও আকাশছোঁয়া। তাই এবার জামাইষষ্ঠীতে হয়তো ইলিশ ছাড়াই জামাইবরণ করতে হবে শাশুড়িমায়েদের।

First Published: Thursday, June 13, 2013, 10:52


comments powered by Disqus