Last Updated: March 4, 2014 09:10

সোনিয়া গান্ধীর সব আশায় জল ঢেলে তেলেঙ্গানা রাষ্ট্র সমতি জানিয়ে দিল তারা মোটেও কংগ্রেসের সঙ্গে মিলে যাচ্ছে না। এমনকি আসন্ন লোকসভা নির্বাচনেও কংগ্রেসের সঙ্গে জোট বাধারও কোনও প্রতিশ্রুতিও মিলল না টিআরএস-এর পক্ষ থেকে। দলীয় ম্যারাথন বৈঠকের পর টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর সাফ জানিয়ে দিলেন সর্বসম্মত ভাবেই তাঁরা কংগ্রেসের সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
চন্দ্রশেখর জানিয়েছেন যদি টিআরএস-কে কেউ জোট বাঁধার প্রস্তাব দেয়, সেক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করেছেন তাঁরা। লোকসভা ভোটের পর টিআরএস সাংসদদের কংগ্রেসকে সমর্থনের কথা একেবাড়ে উড়িয়ে দেননি তিনি। তবে তেলেঙ্গানা কেন্দ্রিক টিআরএস-এর কোনও গুরুত্বপূর্ণ দাবিই কেন্দ্র সরকার মানেনি বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন টিআরএস প্রধান।
First Published: Tuesday, March 4, 2014, 09:10