Last Updated: September 19, 2012 18:04

এ কেমন বিশ্বকাপ! উদ্বোধনের দিন চোখ ধাঁধানো অনুষ্ঠান হল না! আতসবাজি, হলিউডি কায়দায় প্রতিযোগিতার উন্মোচন তো দূরে থাক কোনও অনুষ্ঠানই হল না শ্রীলঙ্কার টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনে।
এমনিতে হালের যে কোন মেগা স্পোর্টস ইভেন্টের আগে জমকালো উদ্বোধন করাটা এখন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আইপিএলের মত ঘরোয়া টুর্নামেন্টও দারুণ রকমের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। অমিতাভ বচ্চন, সলমন খানরা তো বটেই এমনকি কেট পেরির মত হলিউডের নামকরা তারকারা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন।
গত বছর ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশেও মনে রাখার মত উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। কিন্তু এবার তার কিছুই হল না। প্রথম ম্যাচের আগে শুধু বাজাল অংশগ্রহণকারী দেশেদের জাতীয় সঙ্গীত। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পুরো ঘটনায় মুখ খুলতে চাইছে না।
First Published: Wednesday, September 19, 2012, 18:04