Last Updated: September 29, 2011 15:38

টানা ইংল্যান্ড সফরের পর চোটে বিপর্যস্ত ভারতীয় ক্রিকেট দল ।
বিশ্রাম দেওয়া হয়েছে সচিন, যুবরাজ, সেওয়াগকে।
কিন্তু বিসিসিআই র কাছে প্রথম দুটো একদিনের ম্যাচের জন্য বিশ্রাম চেয়েও পেলেন না
অধিনায়ক ধোনি। ধোনি শুধু নিজের জন্যই নয় আরও কয়েকজন ক্রিকেটার কে বিশ্রাম দেওয়ার আবেদন জানিয়েছিলেন।কিন্তু সেই আবেদনে কর্নপাত করেননি বোর্ড কর্তারা।উল্টে ধোনির সাথে দীর্ঘ বৈঠকে ইংল্যান্ড সফরের পারফরম্যান্স নিয়ে বোর্ডের ক্ষোভের কথাও জানিয়ে দেওয়া হয়েছে ধোনিকে।
এর থেকেই পরিস্কার ধোনির উপর বোর্ডের চাপ বাড়ছে।
First Published: Thursday, September 29, 2011, 15:38