পরিবহণ বৈঠকে মিলল না সমাধান সূত্র

পরিবহণ বৈঠকে মিলল না সমাধান সূত্র

পরিবহণ বৈঠকে মিলল না সমাধান সূত্ররাজ্যের সরকারি পরিবহণ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও ভাতার বিষয় হস্তক্ষেপ করল হাইকোর্ট। রাজ্য সরকারকে পরিবহণ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন এবং ভাতার ৫০ শতাংশ ১৫ দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।



অন্যদিকে পরিবহণ সংস্থার ২৫৭ জন কর্মীর বেতন বন্ধের বিষয়টি নিয়ে মহাকরণে বৈঠকে বসেছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। ছিলেন বেতন না পাওয়া কর্মীদের প্রতিনিধিরাও। তবে কোনও সমাধান সূত্র না মেলায় ব্যপারটিকে শেষপর্যন্ত আদালতের দিকে ঠেলে দিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। ফলে এই কর্মীদের বেতন কবে হবে, সেই জট কাটল না। পরিবহণমন্ত্রী অবশ্য কর্মীদের কাছ থেকে নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠিয়েছেন।   
 
বেতন জট না কাটায় কর্মীরা হতাশ হলেও মন্ত্রীর উপর আস্থা রেখে আপাতত কাজে যোগ দিচ্ছেন তাঁরা।

 







First Published: Tuesday, February 14, 2012, 21:32


comments powered by Disqus