Last Updated: November 7, 2011 17:34

মাসের সাত তারিখেও বেতন পাননি রাজ্যের আঠেরো হাজার পরিবহণ কর্মী। বরাবরই তাদের বেতনের আশি শতাংশ দেয় রাজ্য সরকার। বাকি কুড়ি শতাংশ স্বশাসিত পরিবহণ সংস্থাগুলি দেয়। কিন্তু চলতি মাসে একটি নির্দেশিকা জারি করে সরকারের তরফে জানানো হয়েছে বেতন ভর্তুকি দেওয়ার টাকা কোষাগারে নেই। তাই এখনও বেতন হয়নি তাঁদের। সঙ্কটের মধ্যে দিন কাটছে আঠেরো হাজার পরিবহণ কর্মীর।
First Published: Monday, November 7, 2011, 17:50