বেতন না পেয়ে বিক্ষোভ, No salary for CSTC

বেতন না পেয়ে বিক্ষোভ

বেতন না পেয়ে বিক্ষোভবেতন না পেয়ে প্রধান কার্যালয়ে বিক্ষোভ দেখান ট্রাম কোম্পানীর কর্মীরা। অক্টোবর মাসের বেতন এখনও পাননি তাঁরা। গত কয়েক মাস ধরেই বেতন অনিয়মিত হয়ে পড়েছে বলে অভিযোগ। অক্টোবর মাসের বেতন এখনও না পাওয়ার চিন্তিত হয়ে পড়েন কর্মীরা। আজ আর এন মুখার্জি রোডে সংস্থার প্রধান কার্যালয়ে এসে বিক্ষোভ দেখান প্রায় তিনশো জন কর্মী।

First Published: Friday, November 4, 2011, 16:23


comments powered by Disqus