Last Updated: August 31, 2013 20:39

পর্যটকদের জন্য পাহাড়ের বিকল্পের সন্ধান দিতে পারলেন না রাজ্যের পর্যটন মন্ত্রী কৃষেন্দু নারায়ণ চৌধুরী। মোর্চার আন্দোলনের জেরে অচল পাহাড়ের পরিবর্তে প্রবাসীরা কোথায় যাবেন সে প্রশ্নের উত্তরে মন্ত্রীর গলায় শোনা গেল পাশের রাজ্য সিকিম ভুটানের নাম।
পাহাড় থেকে সমুদ্র, পর্যটন পিপাসুদের মুগ্ধ করার প্রায় সব পসরাই রয়েছে বাংলার ঝুলিতে। কিন্তু, প্রচার ছিল না সেভাবে। এবার প্রবাসীদের কাছে বাংলার পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরতে উদ্যোগী রাজ্য সরকার।দিল্লিতে আয়োজন করা হয়েছে দুদিনের পর্যটন মেলা। হাজির ছিলেন পর্যটন মন্ত্রী কৃষেন্দু নারায়ণ চৌধুরী। কিন্তু, বাংলার অন্যতম আকর্ষণ পাহাড়ে মোর্চার আন্দোলনে অচলাবস্থা চলছে। এই অবস্থায় প্রবাসী বাঙালিরা দার্জিলিংয়ের বদলে কোথায় যাবেন সে প্রশ্নের সদুত্তর দিতে পারলেন না পর্যটন মন্ত্রী।
তবে, পাহাড় সমস্যা শিগগিরি মিটে যাবে আশাবাদী মন্ত্রী।
প্রবাসী বাঙালিদের রাজ্যে টানতে দুর্গাপুজোকেই পাখির চোখ করছে পর্যটন দফতর। সেই লক্ষ্যে পুজোর ঠিক মুখে দেশের বিভিন্ন জায়গায় রোড শোর আয়োজন করেছে রাজ্য সরকার।
First Published: Saturday, August 31, 2013, 20:39