পেট্রোলের দাম কমানোর কোনও সম্ভাবনাই নেই, No way that Petrol Price can decrease

পেট্রোলের দাম কমানোর কোনও সম্ভাবনাই নেই

পেট্রোলের দাম কমানোর কোনও সম্ভাবনাই নেইপেট্রোলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে ইউপিএ টুয়ের ঘরের কোন্দল ক্রমশ বেড়েই চলেছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তাঁরা বুঝিয়ে দিয়েছেন বাজারের হাতে সপে দেওয়া পেট্রোলের দাম কমানোর কোনও সম্ভাবনাই নেই। কিন্তু ঘরের অশান্তি যেভাবে বাড়ছে তা নিয়ে রীতিমত চিন্তিত কংগ্রেসের থিঙ্কট্যাঙ্ক।
ইউপিএ টু সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক তৃণমূল কংগ্রেসকে রাজ্যের জন্য বাড়তি আর্থিক প্যাকেজের অনুমোদন দিয়ে মুখ বন্ধ করতে কংগ্রেস শিবির এখন সক্রিয় হয়ে উঠেছে বলে খবর। বাকি শরিকদের রনে ভঙ্গ দেওয়ার জন্য কোন অস্ত্র প্রয়োগ করা যায় তা নিয়েই চলছে জোর জল্পনা।

First Published: Sunday, November 6, 2011, 17:28


comments powered by Disqus