বর্ষশেষে সঙ্কটে শীত! No winter for next couple of days

বর্ষশেষে সঙ্কটে শীত!

বর্ষশেষে সঙ্কটে শীত!বর্ষশেষের সপ্তাহে শীত উধাও। আজ শহর কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় পৌঁছল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে যা চার ডিগ্রি বেশি। এখনই এই অবস্থা থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দফতর।

নতুন বছরের প্রথম সপ্তাহের শেষ দিকে শীত আবার ফিরতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় থানে এই মুহূর্তে রাজ্যের উপকূল থেকে হাজার কিলোমিটার দুরে। চেন্নাই থেকে ৬০০ কিলোমিটার দুরে এই ঘূর্ণিঝড়।

আগামী ৩০ ডিসেম্বর সকালবেলায় অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে পারে থানে। এর প্রভাবেই রাজ্যের প্রায় সব জেলায় আবহাওয়ার পরিবর্তন বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

First Published: Wednesday, December 28, 2011, 14:07


comments powered by Disqus