চিকিত্‍‍সাশাস্ত্রে নোবেল

চিকিত্‍‍সাশাস্ত্রে নোবেল

চিকিত্‍‍সাশাস্ত্রে নোবেলচিকিত্‍‍সাশাস্ত্রে নোবেল পেলেন আমেরিকার ব্রুস ব্যটলার, ফরাসি
বিজ্ঞানী জুল অফমান এবং কানাডার র‌্যাল্ফ স্টিনমান। স্টকহোমের
ক্যারোলিনস্কা ইন্সটিটিউটে নোবেল কমিটির পক্ষ থেকে সোমবার এ কথা জানানো হয়।
মানবদেহের প্রতিরোধ ক্ষমতা নিয়ে অসামান্য
অবদানের জন্যই এ বছর ওই তিন বিজ্ঞানীকে নোবেল দেওয়া হল
বলে জানিয়েছে নোবেল কমিটি। অনেক ক্ষেত্রেই মানুষের শরীরে
প্রতিরোধ ক্ষমতা সাময়িক ভাবে স্তব্ধ হয়ে পড়ে বা নষ্ট হয়ে যায়।
ব্রুস ব্যটলার, জুল অফমান এবং র‌্যাল্ফ স্টিনমানের গবেষণার 
মাধ্যমে চিকিত্‍‍সকরা আবার সেই ক্ষমতা ফিরিয়ে আনতে পারবেন
বলে আশাবাদী নোবেল কমিটি। ফলে ক্যান্সার, প্রদাহন এবং ছোঁয়াচে
রোগের মতো অসুখ নিরাময়ে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়ে
যাবে। তবে এ বার একটি ব্যতিক্রমী ঘটনাও ঘটতে চলেছে। গত তিরিশে
সেপ্টেম্বর অগ্ন্যাশয়ের ক্যান্সারে মারা গিয়েছেন র‌্যাল্ফ স্টিনমান। সাধারণত মরণোত্তর পুরস্কার
দেওয়ার কোনও চল নেই নোবেল কমিটিতে। এ ক্ষেত্রে নিজেদের সিদ্ধান্ত থেকে নড়ছে না
কমিটি। স্টিনম্যানের পুরস্কার কার হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে
আপাতত ভাবনাচিন্তা চলছে।

First Published: Monday, October 3, 2011, 20:36


comments powered by Disqus