Last Updated: October 21, 2011 11:44

জমি অধিগ্রহণ মামলায় বড়সড় ধাক্কা খেল উত্তরপ্রদেশ সরকার।শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট এক রায়ে নয়ডা, গ্রেটার নয়ডা ও নয়ডা এক্সটেনশনের অন্তর্গত মোট তিনটি গ্রামে রাজ্য সরকারের সমস্ত জমি অধিগ্রহণ কর্মসূচিকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। স্থানীয় কৃষকদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের তিন
সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। সেইসঙ্গে অনিচ্ছুক কৃষকদের ক্ষতিপূরণের পরিমাণ অতিরিক্ত চৌষট্টি শতাংশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সরকার জরুরি ভিত্তিতে জমি অধিগ্রহণ করছে। এই মর্মে উত্তরপ্রদেশের সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তেষট্টিজন কৃষক। গতমাসের তিরিশ
তারিখ মামলার শুনানি ছিল। তখন সবপক্ষের বক্তব্য শুনে,রায়দান স্থগিত রেখেছিল আদালত।
First Published: Friday, October 21, 2011, 22:43