নোনাডাঙার পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

নোনাডাঙার পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

নোনাডাঙার পাশে স্বেচ্ছাসেবী সংগঠননোনাডাঙায় উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের জন্য স্বাস্থ্য শিবির খুলল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নোনাডাঙার বিতর্কিত জমিতে রবিবার থেকে এই শিবির শুরু হয়েছে। সপ্তাহে একদিন করে এই শিবির খোলা থাকবে বলে জানিনো হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম ফর পিপল হেল্থ-এর পক্ষ থেকে।

কেউ ভুগছেন অপুষ্টিতে, কেউ আক্রান্ত জটিল হৃদরোগে। কারও রক্তচাপের সমস্যা রয়েছে, তো কেউ আবার হাঁপানি, যক্ষ্মায় কাবু। আর এইসব রোগ নিয়েই ঝড়বৃষ্টি মাথায় করে, গ্রীষ্মের তীব্র দাবদাহে ত্রিপল খাটিয়ে খোলা মাঠে বাস করছেন নোনাডাঙার উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা। একবেলার খাবার যাঁদের কোনওমতে জোটে, ডাক্তার দেখানো বা ওষুধ কেনা তাঁদের কাছে নেহাতই বাহুল্য। এইসব বস্তিবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে ফোরাম ফর পিপল হেল্থ। শুধু ডাক্তারদের পরামর্শই নয়, স্বাস্থ্য শিবির থেকে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে পেলেন এই মানুষেরা। সোমবারের শিবিরে হাজির ছিলেন চারজন বিশেষজ্ঞ চিকিত্‍সক।







First Published: Tuesday, May 15, 2012, 21:11


comments powered by Disqus