Last Updated: May 10, 2014 22:34
দুহাজার নয়ের পর থেকে উত্তর ২৪ পরগনায় তৃণমূলের দাপট ক্রমশ বেড়েছে। কলকাতার গা ঘেঁষা এই জেলায় এবার কি উল্টো হাওয়া বইবে? প্রার্থী তালিকা বলছে পাঁচটি আসনেই লড়াই সেয়ানে সেয়ানে।
মতুয়া ভোটব্যাঙ্ককে মাথায় রেখে, বনগাঁয় তৃণমূলের প্রার্থী বড়মা বীণাপানি দেবীর বড়ছেলে কপিলকৃষ্ণ ঠাকুর। বিজেপি প্রার্থী করেছে মতুয়া মহাসংঘের প্রাক্তন কার্যকর্তা KD বিশ্বাসকে। বাম প্রার্থী প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস। দুহাজার এগারোয় বনগাঁর সাতটি বিধানসভাই ছিল তৃণমূলের দখলে।
এবারও দীনেশ ত্রিবেদীকেই বারাকপুরে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের বাজি লক্ষ্মী সায়গলের কন্যা সুভাষিণী আলি। এককালের দাপুটে আইপিএস RK হান্ডাকে প্রার্থী করেছে বিজেপি। দুহাজার এগারোয় এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভাই ছিল তৃণমূলের দখলে।
দমদম কেন্দ্রে লড়াই তিন হেভিওয়েটের মধ্যে। আসন ধরে রাখার লড়াই তৃণমূলের সৌগত রায়ের সামনে। আসন ছিনিয়ে নিতে বামেদের বাজি প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদার এবার বিজেপির প্রার্থী। দুহাজার এগারোয় দমদমের সাতটি আসনই ছিল তৃণমূলের দখলে।
বারাসত ধরে রাখতে লড়ছেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বামপ্রার্থী প্রাক্তন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মোর্তাজা হোসেন। মিরাকলের আশায় বিজেপির প্রার্থী ম্যাজিশিয়ান PC সরকার জুনিয়র। যদিও, দুহাজার এগারোর ফল বলছে এই কেন্দ্রের সবকটি বিধানসভাই ছিল তৃণমূলের দখলে।
বসিরহাটে তৃণমূল প্রার্থী অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের প্রাক্তন প্রধান ইদ্রিশ আলি। বামেরা প্রার্থী করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল হুদাকে। রাজ্য বিজেপির প্রথমসারির নেতা শমীক ভট্টাচার্যও আছেন লড়াইয়ে। দুহাজার এগারোয় বসিরহাটের চারটি বিধানসভায় জিতেছিল বামেরা।
First Published: Saturday, May 10, 2014, 22:34