Last Updated: July 18, 2012 19:15

জিটিএ চুক্তির বিরোধিতায় ও বাতিলের দাবিতে 'আমরা বাঙালী এবং বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি'-র ডাকে বুধবার উত্তরবঙ্গে ২৪ ঘণ্টার বনধ পালিত হচ্ছে। গতবছর এই দিনই কেন্দ্র, রাজ্য ও মোর্চার মধ্যে জিটিএ সমঝোতা চুক্তি হয়েছিল।
'বংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি' সহ বেশকিছু সংগঠন প্রথম থেকেই গোর্খাল্যান্ডের দাবি এবং জিটিএ চুক্তির বিরোধিতা করে আসছিল। এদিন জিটিএ চুক্তির বর্ষপূর্তির দিনই চুক্তির বিরোধীতা ও বাতিলের দাবিতে বনধের ডাক দিয়েছে তারা। উত্তরবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতির মাঝেই বনধের ডাক দেওয়ায়, তীব্র নিন্দা করেছে সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, কংগ্রেসসহ সব রাজনৈতিক দলগুলি। এককভাবে পাহাড়ে জয়লাভের পর কয়েকদিনের মধ্যেই বোর্ড গঠন করবে মোর্চা জিটিএ এলাকায়। তার আগে উত্তরবঙ্গে এই বনধ যথেষ্ট তাত্পর্যপূর্ন।
First Published: Wednesday, July 18, 2012, 21:00