উত্তর দিনাজপুরে বোর্ড গঠন নিয়ে নতুন জটিলতা

উত্তর দিনাজপুরে বোর্ড গঠন নিয়ে নতুন জটিলতা

উত্তর দিনাজপুরে বোর্ড গঠন নিয়ে নতুন জটিলতা উত্তর দিনাজপুরে বোর্ড নিয়ে ফের তৈরি হয়েছে জটিলতা। জেলা পরিষদে সিপিআইএমের ১৩ টি, কংগ্রেসের ৮টি  ও তৃণমূলের ৫টি আসন। কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদে সভাধিপতি পদে লড়াই করবে তারা। কিন্তু মাত্র ৮টি আসন নিয়ে কীভাবে বামেদের হারানো সম্ভব? তাহলে কী তৃণমূল কংগ্রেসের সঙ্গে  আঁতাতে যাচ্ছে কংগ্রেস? দীপা দাশমুন্সি  কংগ্রেসের জেলা সভাপতি জোটের বিপক্ষে থাকলেও কংগ্রেস ও তৃণমূলের জয়ী জেলা পরিষদ সদস্যরা জানিয়ে দিয়েছেন জোট করেই বাম বিরোধী বোর্ড গঠনের লড়াইয়ে নামবেন তারা।

First Published: Tuesday, September 10, 2013, 22:37


comments powered by Disqus