পরমাণু কর্মসূচি বন্ধ রাখছে উত্তর কোরিয়া

পরমাণু কর্মসূচি বন্ধ রাখছে উত্তর কোরিয়া

পরমাণু কর্মসূচি বন্ধ রাখছে উত্তর কোরিয়া মার্কিন খাদ্য সাহায্যের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধ রাখতে রাজি হল উত্তর কোরিয়া। বুধবার সে দেশের সরকার জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমর্সূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা আপাতত স্থগিত রাখা হচ্ছে। শুধু তাই নয়, রাষ্ট্রসংঘের পর্যবেক্ষক দলকে উত্তর কোরিয়া পরিদর্শনেরও অনুমতি দেওয়া হয়েছে।

গত সপ্তাহে বেজিংয়ে একটি বৈঠকে ২,৪০,০০০ টন খাদ্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ দিন ওয়াশিংটনের তরফেও এই প্রতিশ্রুতির কথা স্বীকার করে বলা হয়, রাজনৈতিক পরিস্থিতির উন্নতির কথা মাথায় রেখেই আগের নীতি পরিবর্তন করা হচ্ছে। মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাদের পরমাণু চুল্লিতে রাষ্ট্রসংঘের পর্যবেক্ষককে সব কিছু পরিদর্শনের অনুমতি দিতেও রাজি হয়েছে উত্তর কোরিয়া সরকার। গত বছর ডিসেম্বরে উত্তর কোরিয়ার শাসক কিম জং ইল-এর মৃত্যুর পর দেশের শাসনভার নিয়েছে তাঁর ছেলে কিম জং উন।



First Published: Thursday, March 1, 2012, 21:13


comments powered by Disqus