Last Updated: October 21, 2011 15:40

চলতি সিরিজকে বদলার সিরিজ বলে মন্তব্য করতে নারাজ ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গান্ধীগিরির আড়ালে তিনি জানিয়েছেন যে ক্রীড়া জগতে বদলা বলে কোনও শব্দ ব্যাবহার করা উচিত নয়। তবে ধোনির স্পষ্ট ইঙ্গিত ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যে সিরিজের বাকি দুটি ম্যাচকে হালকা ভাবে নিচ্ছেননা তাঁরা। সিরিজ জয়ের পর ক্রিকেটারদের উচ্ছাসে মেতে উঠেছিল ধোনিদের সাজঘর। সিরিজ জয়ের উচ্ছ্বাসের মাঝেও যথেষ্ট সতর্ক টিম ইন্ডিয়া। পরবর্তি দুটি ম্যাচ যথাক্রমে মুম্বই ও কলকাতাতে, তেইশ এবং পচিশে অক্টোবর।
First Published: Friday, October 21, 2011, 16:37