দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

দ্বিতীয় রাউন্ডে জোকোভিচঅবলীলায় অস্ট্রেলিয়া ওপেনের প্রথম রাউন্ড টপকালেন গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। মঙ্গলবার ইতালির পাওলো লরেঞ্জিকে স্ট্রেট সেটে হারিয়ে দেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ম্যাচে টানা সতেরোটি গেম জেতেন জোকোভিচ। মাত্র ৯২ মিনিটেই ম্যাচ জিতে নেন সার্বিয়ান তারকা। জোকোভিচের পক্ষে খেলার ফল ৬-২,৬-০,৬-০। দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়ার গিরাল্ডির মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ। প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন দ্বিতীয় বাছাই পেট্রা কিটোভা। মেলবোর্নের গরমের মধ্যেই মাত্র এক ঘণ্টার লড়াইয়ে ভেরাকে স্ট্রেট সেটে হারান গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন। সহজেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। মাত্র আটান্ন মিনিটেই আর্জেন্টিনার ডুলকোকে হারান মারিয়া।





First Published: Tuesday, January 17, 2012, 22:32


comments powered by Disqus