Last Updated: January 24, 2014 16:02

লাভপুরের পর ফের গণধর্ষণের ঘটনা হাওড়া, উত্তর দিনাজপুরে। হাওড়ার গোলাবাড়ির ফকিরবাগান এলাকার এক কিশোরীকে দীর্ঘদিন ভয় দেখিয়ে ধর্ষণ করা হত বলে অভিযোগ। অন্যদিকে গত ১৬ জানুয়ারি রাতে জলসা থেকে ফেরার পথে আক্রান্ত হন ওই কিশোরী। গতকাল চাকুলিয়া থানায় ছ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিস একজনকে গ্রেফতার করেছে।
গতকাল দীর্ঘদিন ধর্ষণের বিষয়টি বাড়িতে জানানোর পর গোলাবাড়ি থানায় অভিযোগ জানায় কিশোরীর পরিবার। এরপরই গ্রেফতার করা হয় মুকেশ পাণ্ডে, সুশীল চৌধুরী এবং সুনীল তিওয়ারিকে। অভিযুক্ত একজন এখনও ফেরার। গতকাল ওই কিশোরীর শারীরিক পরীক্ষা হয়। আদালতে কিশোরীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। ধৃত মুকেশ পাণ্ডের বাড়িতেই ওই কিশোরী ভাড়া থাকে বলে জানা গেছে। গত ডিসেম্বর মাস থেকে ওই কিশোরীকে ধর্ষণ করা হচ্ছিল বলে অভিযোগ।
অন্যদিকে চাকুলিয়ার ঘটনায় অভিযোগ না নিয়ে সালিশি সভায় গণধর্ষণের অভিযোগ মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে পুলিসের বিরুদ্ধে। অবশেষে গতকাল অভিযোগ নেয় পুলিস।
First Published: Friday, January 24, 2014, 16:02