Last Updated: August 19, 2013 23:33

বিবাহবার্ষিকীতে বর বা বউকে নতুন কোনও উপহার দিতে চান? ধরুন যদি আকাশে নতুন খুঁজে পাওয়া তারাটার নামই হয় আপনার প্রিয়জনের নামে? অথবা ছেলে-মেয়ের জন্মদিনে তাদের নামেই নাম খুঁজে পেল নাম না জানা মহাজাগতিক কোনও জ্যোতিষ্ক। অবাক হচ্ছেন? ভাবছেন অবাস্তব পাগলের প্রলাপ? তাহলে এখনই আপনার ভাবনাটা বদলে নিন।
আকাশের দিকে তাকিয়ে প্রেমিকাকে বলা `আকাশের দুটো তারা, একটা আমি একটা তুমি` বলার দিনে এবার ইতি। তার থেকেও ভাল উপায় পৃথিবীর কাছে নিয়ে এল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল ইউনয়ন (আইএইউ)। এই সংস্থাই নতুন খুঁজে পাওয়া যেকোনও মহাজাগতিক বস্তুর নামকরণ করে থাকে।
এবার থেকে সাধারণ মানুষ চাইলেই নিজেরদের ইচ্ছা মত নাম দিতে পারবেন জ্যোতিষ্কদের। পদ্ধতিটা ভীষণ সোজা। আইএইউপাবলিক@আইএপি.কম এই ইমেল আইডিতে নিজেদের ইচ্ছা মত নাম পাঠাতে হবে। অবশ্য তার সঙ্গে খেয়াল রাখতে হবে ছোট্ট কিছু বিষয়। প্রথমত, নামটি ১৬ অক্ষরের বেশি হবে না। দ্বিতীয়, নামের উচ্চারণ সহজ হতে হবে। চেষ্টা করতে হবে নামটি যাতে একটি শব্দের হয়। শব্দটি যেন কোনও ভাষা, জাতি, সংস্কৃতি বা গোষ্ঠীর পক্ষে অবমাননাকর না হয়। পোষ্যদের নামেও নাম করণ চলবে না। চলবে না কোনও বাণিজ্যিক নামও।
আইএইউ-এর তরফ থেকে জানানো হয়েছে পর্যায়ক্রমে আবেদনের ভিত্তিতে শর্তগুলিকে সামনে রেখে বেছে নেওয়া হবে।
তাহলে আর দেরি কীসের? ইচ্ছাপূরণের জন্য চটপট এবার আইএইউ-এর ইমেলের শরণাপন্ন হন।
First Published: Monday, August 19, 2013, 23:33