Last Updated: June 24, 2014 17:36

রাজ্যে এই প্রথম গড়ে উঠতে চলেছে আইটি বিশ্ববিদ্যালয়। নদিয়ার কল্যাণীতে পঞ্চাশ একর জমির ওপর গড়ে উঠবে ইন্ডিয়ান ইন্সটিটিউট ফর ইনফরমেশন টেকনোলজি বা ট্রিপল আইটি। চলতি বছরের জুলাই থেকেই শুরু হবে ক্লাস। তবে আপাতত অস্থায়ী কোনও ভবনে ক্লাস চলবে।
বিশ্ববিদ্যালয়ের জন্য বিনিয়োগ হবে ১২০ কোটি টাকা। এর মধ্যে ৫০ শতাংশ দেবে কেন্দ্র। ৩৫ শতাংশ দেবে রাজ্য। বাকি ১৫ শতাংশ বিনিয়োগ করবে বাণিজ্যিক সংস্থা। এই বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তিতেই বিটেক, এমটেক এবং পিএইচডি করা যাবে। চলতি শিক্ষাবর্ষে বি টেক পড়া যাবে শুধুমাত্র তথ্য প্রযুক্তিতে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে চালু হবে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চালু হবে কম্পিউটর সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক। ওই শিক্ষাবর্ষেই চালু হবে এমটেক কোর্স। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে চালু হবে পিএইচডি।
First Published: Tuesday, June 24, 2014, 17:36