Last Updated: September 23, 2013 17:42

সুকুর আলির পর এ বার আদালতে আত্মসমর্পণ করলেন সিপিআইএম নেতা তপন ঘোষ। নন্দীগ্রাম মৃতদেহ লোপাট মামলায় অন্যতম মূল অভিযুক্ত তিনি । আজ সকাল দশটায় তমলুক জেলা আদালতে আত্মসমর্পণ করেন তপন ঘোষ।
১০ ডিসেম্বর পর্যন্ত তপন ঘোষকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রায় দু বছর ধরে পলাতক ছিলেন তিনি। এই মামলায় আরেক অভিযুক্ত লক্ষ্মণ শেঠকে পুলিস গ্রেফতার করতে পারলেও, সুকুর আলি ও তপন ঘোষকে ধরা সম্ভব হয়নি পুলিসের পক্ষে।
First Published: Monday, September 23, 2013, 17:42