Last Updated: December 23, 2013 11:38

এবার আত্নীয়ের টিকিটে রেলযাত্রা করতে পারবেন আপনি। সূত্রে খবর, আত্মীয়ের কনফার্ম টিকিটে তার বদলে যাত্রা করতে পারবেন কোনও ব্যক্তি।
গুরুত্বপূর্ণ স্টেশনগুলির চিফ রিসার্ভেশন আধিকারিকের কাছ থেকে এই বিষয়ে অনুমতি নিতে হবে।
এই সংক্রান্ত নিয়মাবলী গুলি নিম্নলিখিত
১) যাত্রী যদি সরকারি কর্মচারী হন তাহলে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা আগে লিখিত আবেদন জমা করতে হবে তাঁকে।
২) কোনও যাত্রীকে ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করতে হবে এই বলে যে তাঁর জায়গায় তাঁরই পরিবারের কেউ যেমন, বাবা,মা, স্ত্রী, স্বামী, ভাই, বোন বা পুত্র,কন্যা ওই টিকিটে যাত্রা করতে চান।
৩) যাত্রী যদি কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বা ছাত্রী হন তাহলে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে লিখিত আবেদন পত্র এই বলে দিতে হবে যে তাঁর বদলে সেই শিক্ষা প্রতিষ্ঠানেরই অন্য কোনও ছাত্র না ছাত্রী যাত্রা করতে চান।
৪) যাত্রী যদি কোনও বিয়ের আসরে যেতে চান তাহলে ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে তাঁকে লিখিত আবেদন এই বলে করতে হবে যে তাঁর বদলে ওই বিয়ের অনুষ্ঠানে যোগদানকারী কেউ তাঁর টিকিটে যাত্রা করতে চায়।
৫) যদি যাত্রীরা সেনাবাহিনী বা পুলিসকর্মীর একটি দল হন তাহলে ওই দলের নেতাকে ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে আবেদন করতে হবে এই বলে যে তাঁর দলের যেকোনও একজন সদস্যের টিকিটে সেই সদস্যের বদলে অন্য কোনও সদস্য যাত্রা করতে চান।
First Published: Monday, December 23, 2013, 11:38