Last Updated: April 30, 2012 10:19

আদালতে আত্মসমর্পণ করতে পারেন নূপুর তলোয়ার। সোমবার তিনি গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করতে পারেন বলে মনে করা হচ্ছে। আরুষি-হেমরাজ হত্যা মামলায় আগেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল গাজিয়াবাদ আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশ স্থগিত রাখাতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন নূপুর তলোয়ার। কিন্তু গত শুক্রবার সেই আবেদন খারিজ করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। এর পর নূপুর তলোয়ারের জেলযাত্রা নিশ্চিত হয়ে যায়।
আত্মসমর্পণের পর জামিনের আবেদন করলে তা দ্রুত বিচার করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ২০০৮ সালের মে মাসে নয়ডায় তলোয়ার দম্পতির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল মেয়ে আরুষি ও পরিচারক হেমরাজের দেহ। সেই ঘটনায় মূল অভিযুক্ত নূপুর তলোয়ার।
First Published: Monday, April 30, 2012, 10:19