মোদীর জন্য ওবামার আমন্ত্রণ নিয়ে আসলেন বার্ন

মোদীর জন্য ওবামার আমন্ত্রণ নিয়ে আসলেন বার্ন

মোদীর জন্য ওবামার আমন্ত্রণ নিয়ে আসলেন বার্ন মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মার্কিনি ডেপুটি সেক্রেটারি উইলিয়াম বার্নস ওবামার হয়ে ওয়াংশিটনে আমন্ত্রণ জানালেন মোদীকে।

প্রধানমন্ত্রী ওয়াশিংটনের আমন্ত্রণ গ্রহণ করেছেন। সূত্রে খবর, মোদী জানিয়েছেন দু`দেশের মধ্যে কৌশলী সম্পর্ককে নতুন দিশা দিতে তিনি এই বৈঠকের দিকে তাকিয়ে আছেন।

আগামী সেপ্টেম্বর মাসে রাষ্টপুঞ্জের সাধারণ সমাবেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদী। অনুমান করা হচ্ছে ওই সময়েই মোদী ভারত-মার্কিন সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে ওবামার সঙ্গে সাক্ষ্যাত করবেন।

বৃহস্পতিবার উইলিয়াম বার্নস দু`দেশের দ্বিপাক্ষিক বন্ধন নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করেছেন।

``পৃথিবীর দুই বৃহত্তম গণতন্ত্র, ও দুই বৃহত্তম অর্থনীতি পরস্পরের সাফল্য উৎসাহের সঙ্গে ভাগ করে নিলে পৃথিবীও নিরাপত্তা ও সমৃদ্ধির দিকে পা বাড়াবে।`` অরুণ জেটলির সঙ্গে বৈঠকের পর মন্তব্য করেন বার্ন।

First Published: Friday, July 11, 2014, 14:43


comments powered by Disqus