ওবামার পরিবর্তনের সুর ছিনিয়ে নিলেন রমনি

ওবামার পরিবর্তনের সুর ছিনিয়ে নিলেন রমনি

ওবামার পরিবর্তনের সুর ছিনিয়ে নিলেন রমনিমঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত যুযুধান দুই প্রতিদ্বন্দ্বী। একদিকে গত কয়েক বছর তিনি কী করেছেন, ফের ক্ষমতায় এলে কী করবেন, ভোটারদের মন জয়ে  বিভিন্ন জনসভায় সে সবেরই ফিরিস্তি দিচ্ছেন বারাক ওবামা। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী মিট রোমনির গলায় শোনা যাচ্ছে পরিবর্তনের সুর। বলছেন, ক্ষমতায় এলে আমরা-ওরা বিভেদ করবেন না।  

প্রায় শেষ মুহূর্তে প্রকাশিত বিভিন্ন জনমত সমীক্ষা বলছে, দুজনেই দুজনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রোমনি, দুজনের পক্ষেই ৪৮ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। বলছে ওয়াশিংটন পোস্ট। রয়টার্সের দাবি, ওবামাকে ৪৭ ও রোমনিকে ৪৬ শতাংশ ভোটার সমর্থন করছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আঁচ পেয়ে দুই প্রতিদ্বন্দ্বী শেষ মুহূর্তের প্রচারে এতটুকুও শিথিলতা দেখাচ্ছেন না। লোক টানতে উইসকনসিনে ওবামার প্রচারে জনপ্রিয় পপ তারকা কেটি পেরিকে হাজির করেন ডেমোক্র্যাটরা। ভার্জিনিয়ায় ওবামার প্রচারে উপস্থিত ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। জনসভায় ভোটারদের কাছে ইরাক যুদ্ধ শেষ করা, স্বাস্থ্যবিমায় সংস্কারের কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউ হ্যাম্পশায়ার, কলোরাডোয় শেষবেলার প্রচার সারলেন মিট রোমনি। ওবামা যখন ভোটারদের কাছে স্বপ্ন ফেরি করছেন, তখন কলোরাডোয় রোমনির গলায় পরিবর্তনের প্রতিশ্রুতি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শ্বেতাঙ্গ, বয়স্ক নাগরিক ও নানা ধর্মীয় সংগঠনের সদস্যরা রোমনিকে সমর্থন করছেন। অন্যদিকে, অ-শ্বেতাঙ্গ, মহিলা ও যুবকদের সমর্থন ওবামার দিকে।
 

First Published: Sunday, November 4, 2012, 19:48


comments powered by Disqus