Last Updated: June 29, 2013 15:29

দক্ষিণ আফ্রিকায় পৌঁছলেও গুরুতর অসুস্থ নেলসন ম্যান্ডেলাকে দেখতে হাসপাতালে যাবেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেনেগাল থেকে শুক্রবারই দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকা পৌঁছনোর আগেই বারাক ওবামা জানিয়ে দেন, গুরুতর অসুস্থ নেলসন ম্যান্ডেলার চিকিত্সায় কোনওরকম অসুবিধার সৃষ্টি যাতে না হয়, তা নিশ্চিত করতেই হাসপাতালে যাবেন না তিনি।
তবে তিনি কথা বলবেন ম্যান্ডেলার পরিবারের সদস্যদের সঙ্গে। যেখানে ম্যান্ডেলা সাতাশ বছর বন্দি ছিলেন, সেই রবেন আইল্যান্ডেও যাবেন মার্কিন প্রেসিডেন্ট। ম্যান্ডেলাকে বিশ্বনায়ক আখ্যা দিয়ে ওবামা জানিয়েছেন, তাঁর আদর্শ প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রেরণা যোগাবে।
এর আগে দুহাজার পাঁচ সালে, মার্কিন সেনেটর থাকাকালীন, নেলসন ম্যান্ডেলার সঙ্গে দেখা হয়েছিল বারাক ওবামার। ম্যান্ডেলা ও ওবামা দুজনের আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
First Published: Saturday, June 29, 2013, 15:29