Last Updated: March 21, 2013 20:18

বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওডাফা। শিল্ড সেমিফাইনালের পরের দিন ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওডাফা। মোহনবাগানের আই লিগে পরের ম্যাচ রবিবার। অসুস্থতার কারণে সেই ম্যাচে ওডাফার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ করিম বলছেন, ওডাফার শারীরিক অবস্থা দেখেই খেলানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অনেকেই মনে করছেন ভাইরাল ফিভারের ধকল কাটিয়ে গরমের মধ্যে ওডাফার মাঠে নামা বেশ কঠিন। শেষ পর্যন্ত ওডাফা যদি খেলতে না পারেন, তাহলে দলের পক্ষে তা বড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে।
First Published: Thursday, March 21, 2013, 20:18