প্রাক মরসুম প্রস্তুতিতে নেই ওডাফা

প্রাক মরসুম প্রস্তুতিতে নেই ওডাফা

প্রাক মরসুম প্রস্তুতিতে নেই ওডাফাদলের সঙ্গে এবার প্রাক মরসুম প্রস্তুতিতে উপস্থিত থাকবেন না মোহনবাগানের গোলমেশিন ওকোলি ওডাফা। আগস্টের শুরুতে সম্ভবত কলকাতায় আসবেন ওডাফা। অবশ্য গত বছরও মোহনবাগান কর্মকর্তাদের অনুমতি নিয়ে প্রি সিজন কন্ডিশনিং ক্যাম্পে অনুপস্থিত ছিলেন জাতীয় লিগে সর্বাধিক গোলের রেকর্ড-ধারী স্ট্রাইকার।

দলের সেরা অস্ত্র প্রাক মরসুম প্রস্তুতিতে উপস্থিত না থাকলেও, তাতে কোনও অসুবিধা হবে না বলে মনে করেন কোচ সন্তোষ কাশ্যপ। মোহনবাগানের নতুন কোচের মতে, ওডাফা দায়িত্ববান ফুটবলার। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন নাইজেরীয় গোলমেশিন। কলকাতায় না ফিরলেও, নাইজেরিয়াতেই নিজেকে ফিট রাখছেন চলতি মরসুমে মোহনবাগানের সম্ভাব্য অধিনায়ক ওডাফা।

First Published: Friday, July 13, 2012, 17:47


comments powered by Disqus