তেলের অপচয় রুখতে আজ থেকে সপ্তাহে একবার মেট্রো চড়ে কাজে যাবেন পেট্রোলিয়াম মন্ত্রী

তেলের অপচয় রুখতে গাড়ির বদলে মেট্রো চড়ে দফতরে গেলেন পেট্রোলিয়াম মন্ত্রী, মইলি মেট্রো সফরে করে অফিস যাবেন সপ্তাহে একবার

তেলের অপচয় রুখতে গাড়ির বদলে মেট্রো চড়ে দফতরে গেলেন পেট্রোলিয়াম মন্ত্রী, মইলি মেট্রো সফরে করে অফিস যাবেন সপ্তাহে একবারতেল বাঁচাতে সরকারি গাড়ির পরিবর্তে মেট্রোয় চড়ে নিজের দফতরে গেলেন পেট্রোলিয়াম মন্ত্রী বীরাাপ্পা মইলি। বুধবার সকালে দেখা গেল দিল্লি মেট্রোতে সফর করছেন পেট্রোলিয়াম মন্ত্রী। গতমাসে পেট্রেলিয়াম মন্ত্রী বীরপ্পা মইলি জানিয়েছিলেন, তেল বাঁচাতে সপ্তাহে অন্তত একবার মেট্রো চড়ে অফিসে যাব। সেই কথাই একমাস পর রাখলেন তিনি।

তবে শুধু তিনি একা নন তেলের অপচয় রুখতে তাঁর মন্ত্রকের অন্যান্য আধিকারিদেরও সপ্তাহে অন্তত একদিন সরকারি গাড়ি ছেড়ে বাস কিম্বা মেট্রোয় অফিসে আসার অনুরোধ জানিয়েছিলেন বীরপ্পা মইলি।

এক মাস আগের দেওয়া প্রতিশ্রুতি রাখতে চলেছেন পেট্রোলিয়াম মন্ত্রী। বাড়ির সবচেয়ে কাছের মেট্রো স্টেশন থেকে মেট্রোয় চড়ে শাস্ত্রী ভবন সংলগ্ন সেন্ট্রাল সেক্রেটারিয়ট স্টেশন পর্যন্ত যাত্রা করেন বীরপ্পা মইলি। এই মর্মে তিনি সব কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির প্রধান এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও অনুরোধ জানিয়েছেন যাতে তাঁরা অন্তত সপ্তাহের একটি দিন গণপরিবহণ ব্যবস্থা ব্যবহার করে, তেল সংরক্ষণের কর্মসূচিতে অংশ নেন।

পেট্রোলিয়াম মন্ত্রকের সমস্ত আধিকারিক ও মন্ত্রকের অধীনে থাকা চোদ্দোটি রাষ্ট্রায়াত্ত্ব সংস্থার কর্তাদের উদ্দেশেও একই নির্দেশিকা জারি করেছেন বীরপ্পা মইলি।





First Published: Wednesday, October 9, 2013, 11:46


comments powered by Disqus