Last Updated: May 21, 2013 15:22

শক্তিশালী টর্নেডো আছড়ে পড়ল আমেরিকার ওকালাহোমা শহরে। বিধ্বংসী ঝড়ের কবলে পড়ে এখনও পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪০ জন। মৃতের মধ্যে ২০ জন শিশু। শহরের একটি স্কুল ঝড়ের দাপটে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ যায় ৭টি শিশুর। আহতের মধ্যে শিশুর সংখ্যা অন্তত ৭০।
সোমবার ওকলাহোমার দক্ষিণাংশে আঘাত হানে ভয়াবহ টর্নেডো। বহু ছোট ও বড় বাড়ি ভাঙা পড়েছে ঝড়ে। দানবীয় টর্নেডোটি ৩.২ কিলোমিটার এলাকা জুড়ে এসেছিল বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া দফতর।
First Published: Tuesday, May 21, 2013, 15:22