ফের টর্নেডো ঝড়ে বিধ্বর্যস্ত ওকলাহোমা, মৃত ৫

ফের টর্নেডো ঝড়ে বিধ্বর্যস্ত ওকলাহোমা, মৃত ৫

ফের টর্নেডো ঝড়ে বিধ্বর্যস্ত ওকলাহোমা, মৃত ৫ দু সপ্তাহ আগেই ভয়ঙ্কর ঝড়ে বিধ্বর্যস্ত হয়ে ছিল মুর, অকলা শহর। প্রাণ হারিয়েছিল ডজন খানেক। ফের ধেয়ে এল টর্নেডো। শুক্রবার ওকলাহোমা শহরে উপর আছড়ে পড়ে এই ঝড়।

সেখানকার এক অফিসার জানিয়েছেন, এক মহিলা ও তাঁর সন্তান এই ঝড়ের মুখে পড়ায় প্রাণ হারান। তিনি আরও জানিয়েছেন, তাঁরা ইন্টারস্টেট ৪০, পশ্চিম অকলায় বেড়াতে যান। সেখানে তাঁদের গাড়ি ঝড়ের মুখে পড়ে। সেখানকার এলাকায় বহু ক্ষয়ক্ষতিও হয়েছে। রয়টার্স সূত্রে জানা গিয়েছে, কমপক্ষে ৫০ জন লোক আহত হয়েছেন ঝড়ের দাপটে। আহতের মধ্যে অনেক শিশু রয়েছে যাদের অবস্থা খুবিই গুরুতর। তাদেরকে ইন্টারগ্রিস হসপাতালে ভর্তি করা হয়েছে।

First Published: Saturday, June 1, 2013, 11:35


comments powered by Disqus